Views Bangladesh Logo

নারী কর্মীদের ওপর হামলা করলে কঠিন পরিণতি হবে: জামায়াত আমিরের হুঁশিয়ারি

জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারী কর্মীদের প্রতি সহিংসতা বন্ধে তওবা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, বলে দিচ্ছি, আমাদের চেয়ে মায়েদের জীবনের মূল্য বেশি। মাকে সম্মান করো, অন্যথায় ভবিষ্যৎ পরিণতির জন্য প্রস্তুত হও।

বুধবার রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল মাঠে ঢাকা-১৫ আসনের নারী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, নারী কর্মীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা দলের মূল দায়িত্ব। তিনি যোগ করেন, ঘরের বাইরে কাজ করা, চাকরি করা ইসলামসম্মত। নারীর অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজকে বেকার ভাতা দিয়ে অপমান করা ঠিক নয়। বরং যথাযথ শিক্ষা, ভাষাগত দক্ষতা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তিনি নির্বাচিত হলে নারীদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন।

তিনি পুরুষদের উদ্দেশ্য করে বলেন, স্ত্রীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রত্যেক পুরুষের দায়িত্ব। চুরি ও দুর্নীতি বন্ধ করতে পারলে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে, আর অপশাসনের কবলে পড়লে ৫০ বছরেও জাতির ভাগ্য পরিবর্তন হবে না।

জামায়াতের নির্বাচনী প্রচারণায় দাঁড়িপাল্লায় এবং হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ যেন কোনো গোষ্ঠীর রাজ্যে পরিণত না হয়। হ্যাঁ ভোট মানে আজাদি, না মানে গোলামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ