আফগানিস্তানে ফের ভূমিকম্প, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আবারও ৫.৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। দুই দিন আগে ৬.০ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর নতুন করে এই ভূমিকম্পে সেখানকার মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে। এতে করে হতাহত ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগের ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যম। তবে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। নতুন করে এই ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে নতুন করে পাহাড় ধস হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর রাস্তা আরও সীমিত হয়ে পড়েছে।
রয়টার্সের এক সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে দেখেছেন, প্রথম ভূমিকম্পে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েও দাঁড়িয়ে ছিল, সেগুলো দ্বিতীয় ভূমিকম্পে ধসে পড়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৪১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এবং আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। এছাড়া ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে