কোল্ডপ্লে কনসার্টে আলিঙ্গন করা সিইওকে পাঠানো হলো ছুটিতে
কোল্ডপ্লের কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠিয়েছে।
শুক্রবার রাতে সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার রাতে ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে ক্যামেরা যখন দর্শক সারিতে ঘুরিয়ে দেয়া হয়, তখন একজন নারী ও একজন পুরুষকে আলিঙ্গন করতে দেখা যায়। এ সময় তারা লুকিয়ে পড়েন।
বিষয়টি আরও নাড়িয়ে দেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি তাদের দেখে বলেন, তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক আছে, নয়তো তারা দুজনেই খুব লাজুক।
ভিডিও ভাইরাল হওয়ার পর অ্যাস্ট্রোনোমার পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। তদন্ত চলাকালীন অভিযুক্ত ছুটিতে থাকবেন বলে জানায় প্রতিষ্ঠানটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে