বাংলাদেশ থেকে ট্যাব বানিয়ে নেবে আমেরিকার কোম্পানি
বাংলাদেশে তৈরি হবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির ব্র্যান্ড ও নিজস্ব ডিজাইনের মোবাইল ট্যাব। এসব ডিভাইস শতভাগ রপ্তানিযোগ্য হবে; দেশের বাজারে সেগুলো পাওয়া যাবে না।
ওডিএম (অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার) মডেলে তৈরি ট্যাবগুলোতে যুক্তরাষ্ট্রের একটি সিম কোম্পানির সিম বিল্ট-ইন থাকবে।
বাংলাদেশে কারখানা স্থাপনকারী ইস্মার্টু টেকনোলজির সঙ্গে এই বিষয়ে চুক্তির আলোচনায় রয়েছে মার্কিন প্রতিষ্ঠান ডক্টরকুমো (DrKumo)। প্রতিষ্ঠানটি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবাভিত্তিক প্রযুক্তিতে কাজ করে। তারা মোবাইল ট্যাব-ভিত্তিক একটি নতুন প্রযুক্তি বাজারে আনতে যাচ্ছে, যা বাংলাদেশে তৈরি হবে।
ইস্মার্টু বাংলাদেশে টেকনো, আইটেল ও ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট তৈরি করে থাকে। নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে প্রতিষ্ঠানটির কারখানা অবস্থিত। পিসিবি আমদানি করে কোম্পানিটি চীনের ট্রানশান হোল্ডিংস থেকে।
ইস্মার্টু টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “বাংলাদেশে যে বিশ্বমানের ডিভাইস তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই কোম্পানির আগ্রহ তারই প্রমাণ। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আর্থিক বিষয়গুলো চূড়ান্ত হলে দ্রুতই চুক্তি করে উৎপাদনে যাব।”
এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সংক্রান্ত অনুমোদন ইতোমধ্যেই দিয়েছে।
নিয়ন্ত্রণ সংস্থাটির ভাষ্য, ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশমুখী করার সম্ভাবনা রয়েছে। ডক্টরকুমোর মতো হাইটেক স্বাস্থ্য প্রযুক্তি ব্র্যান্ডের ডিভাইস বাংলাদেশে তৈরি হওয়া মানে শুধু অর্থনৈতিক সুযোগ নয়, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবস্থাপনায় দেশের সক্ষমতা প্রমাণের একটি বড় দৃষ্টান্তও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে