দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকতে বেবিচকের নির্দেশনা
দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দরগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সব বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সার্বিক ফায়ার সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বেবিচকের চিঠিতে বলা হয়, ‘সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।’
রাজনৈতিক ডামাডোলে গত কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর আসছে। আগুন দেয়া হচ্ছে বাসেও। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এমন শঙ্কায় মেট্রোরেল কর্তৃপক্ষও সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে।
এই বাস্তবতায় এবার বিমানবন্দরগুলোতেও দেয়া হলো সতর্কবার্তা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে