বিমানটি আছড়ে পড়েছে স্কুলের ভবনে

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাজুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ভবনের একটি অংশে।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিদ্যালয় শাখার ক্যানটিনের পাশে একটি ক্লাসরুম বিধ্বস্ত হয়েছে বিমানটির আঘাতে। তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেয়া হচ্ছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, যেই ভবনে বিমানটি আছড়ে পড়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করছেন এবং হাসপাতালে পাঠানো হচ্ছে।
শিক্ষকরা আশঙ্কা করছেন, এই দুর্ঘটনায় অনেক হতাহত হতে পারেন। আগুনের তীব্রতা ও বিমানের ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে