আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তালেবান সরকার এই তথ্য নিশ্চিত করেছে।
গত রোববার গভীর রাতে ৬ মাত্রার এই ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তসংলগ্ন দুর্গম পার্বত্য এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। সেখানে অন্তত ১ হাজার ৪১১ জন নিহত এবং ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন বলে তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।
উদ্ধারকর্মীরা কাদামাটির ইটের তৈরি ধসে পড়া ঘরবাড়ি থেকে চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে ভাঙা রাস্তা ও দুর্গম পথের কারণে অনেক গ্রামে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, যার ফলে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, এই পরিস্থিতিতে জরুরি সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস প্রাথমিকভাবে ৫০ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। অগভীর হওয়ার কারণে এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। দীর্ঘদিনের সংঘাত এবং দারিদ্র্যের কারণে আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত নয়। ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর বিদেশি সাহায্যও কমে যাওয়ায় জরুরি সহায়তা কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে, আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে