আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২
পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউ.এস.জি.এস-এর তথ্য বলছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে ৮ কিলোমিটার গভীরতায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের রাজধানী এবং আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে। এতে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ৩০০ কিলোমিটারের বেশি দূরের আবাসিক ভবনগুলোও কেঁপে উঠেছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে ৬২২ জন নিহত ও দেড় হাজারের বেশি আহত হয়েছেন। এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছিল, নিহতের সংখ্যা প্রায় ৫০০।
কাবুলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দুর্গম গ্রামগুলোতে উদ্ধারকাজ চলছে। এসব এলাকায় প্রায়ই ভূমিকম্প ও বন্যা আঘাত হানে।
মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান বলেন, ‘কেবল কয়েকটি ক্লিনিক থেকেই ৪০০-এর বেশি আহত আর ডজনখানেক নিহতের খবর পাওয়া গেছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনার প্রদেশের তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছাকাছি কাদামাটি ও পাথরের তৈরি ঘরবাড়ি ভেঙে পড়ায় উদ্ধারকর্মীরা সেখানে জীবিতদের খুঁজছেন।
আফগানিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, এখনো পর্যন্ত কোনো দেশ উদ্ধার বা ত্রাণ সহায়তার প্রস্তাব দেয়নি।
উল্লেখ্য, গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।
১৯৯১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে হওয়া এক ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে ৮৪৮ জন মানুষ নিহত হয়েছিলেন। তারপর ১৯৯৭ সালে আফগানিস্তানের সীমান্তবর্তী ইরানের প্রদেশ খোরাসানের কায়েন শহরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দুই দেশে নিহতের সংখ্যা পৌঁছেছিল ১ হাজার ৫০০ জনেরও বেশি এবং ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরের বছর ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের প্রায় বিচ্ছিন্ন ও তাজিকিস্তানের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারে এক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে নিহত হন প্রায় ৪ হাজার মানুষ, তার মধ্যে আফগানিস্তানে নিহতের সংখ্যা ছিল ২ হাজার ৩০০।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে