Views Bangladesh Logo

সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সৈন্য নিহত, দাবি আফগানিস্তানের

কাবুলে বিমান হামলার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাতভর সংঘর্ষের পর রোববার (১২ অক্টোবর) পাকিস্তান তাদের প্রধান সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে। আফগানিস্তান দাবি করেছে, এই লড়াইয়ে তারা ৫৮ পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত স্থাপনার ওপর হামলা চালায়, যা পাকিস্তানের আগের সপ্তাহের বিমান হামলার প্রতিশোধ হিসেবে।

পাকিস্তান নিশ্চিত করেছে, তারা বন্দুক ও আর্টিলারি দিয়ে জবাব দিয়েছে। তবে নিজস্ব ক্ষতির সংখ্যা প্রকাশ করেনি। আফগানিস্তান জানিয়েছে, তাদের ২০ জন সৈন্য নিহত বা আহত হয়েছে।

উভয় দেশই দাবি করেছে, তারা একে অপরের সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন, যাতে আফগান স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে, যদিও রয়টার্স এটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সংঘাত মূলত রোববার সকালে কমে গেল, তবে পাকিস্তানের কুর্রাম অঞ্চলে মাঝেমধ্যেই গুলির আওয়াজ শোনা গেছে। আফগান পক্ষ জানিয়েছে, তাদের অভিযান মধ্যরাতে শেষ হয়েছে।

কাবুল জানিয়েছে, কাতার ও সৌদি আরবের অনুরোধে তারা হামলা বন্ধ করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “ইসলামিক আমিরাত ও আফগান জনগণ তাদের ভূমি রক্ষা করবে এবং এই প্রতিরক্ষায় দৃঢ় থাকবে,” তবে কিছু এলাকায় লড়াই এখনো চলছেই।

পাকিস্তান অভিযোগ করে, তালেবান প্রশাসন সেই জঙ্গিদের আশ্রয় দেয় যারা পাকিস্তানের উপর হামলা চালায়। কাবুল এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে।

রোববার তোরখাম ও চামান সহ সব বড় সীমান্ত ক্রসিং বন্ধ ছিল, পাশাপাশি ছোট ক্রসিং খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানও বন্ধ রাখা হয়েছে। কাবুল সীমান্ত বন্ধের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে ২,৬০০ কিমি (১,৬০০ মাইল) সীমান্ত ভাগ করে।

পাকিস্তানি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে পরিচালিত বিমান হামলার লক্ষ্য ছিল আফগান রাজধানী কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর শীর্ষ নেতা। তবে তিনি বেঁচে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ