Views Bangladesh Logo

‘সঠিক নিয়মে’ হিজাব না পরায় গ্রেপ্তার আফগান তায়কোয়ান্দো কোচ, ১৩ দিন পর মুক্তি

ফগানিস্তানে ‘সঠিক নিয়মে’ হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক তরুণী ১৩ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন। তার নাম খাদিজা আহমাদজাদা। বয়স ২২ বছর। তিনি নারীদের জন্য একটি তায়কোয়ান্দো ব্যায়ামাগার চালাতেন।

খাদিজা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত এলাকায় বসবাস করতেন। তালেবান সরকারের পাপ প্রতিরোধ ও সদ্‌গুণ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।

হিজাব ঠিকভাবে না পরা, ব্যায়ামাগারে গান চালানো, নারী ও পুরুষকে একসঙ্গে ব্যায়ামের সুযোগ দেওয়ার অভিযোগে তাকে ১৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আফগানিস্তানের সুপ্রিম কোর্ট পরে তার মামলাটি পর্যালোচনা করে মুক্তির নির্দেশ দেয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, গত বৃহস্পতিবার খাদিজা কারাগার থেকে মুক্তি পান। তবে মুক্তির পর তিনি বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি।

খাদিজার গ্রেপ্তারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে। তিনি খাদিজার দ্রুত মুক্তি দাবি করেছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের জন্য সব ধরনের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দেওয়া হয়। তখন বলা হয়েছিল, নিরাপদ পরিবেশ ফিরলে এগুলো আবার চালু হবে। কিন্তু এখনো সেসব কেন্দ্র খোলা হয়নি। ফলে আফগান নারীরা খেলাধুলা বা ব্যায়ামে অংশ নিতে পারছেন না। সূত্র: বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ