বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল আফগান কিশোর
আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর দিল্লিতে পৌঁছানোর পর ধরা পড়েছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে এই ঘটনাটি প্রকাশ পায়।
কুন্দুজ শহরের ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকিয়ে ছিল। বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।
জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি জানায়, সে কেবল কৌতূহলবশত বিমানে ঢুকেছিল। জিজ্ঞাসাবাদের পর দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে একই ফ্লাইটে করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়।
ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) জানিয়েছে, কিশোরটি যাত্রীদের পিছু নিয়ে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে এবং বিমানের পেছনের চাকার খোলের ভেতরে লুকিয়ে পড়ে। তার ধারণা ছিল, বিমানটি তেহরান যাচ্ছে, দিল্লি নয়। বিমান অবতরণের পর নিরাপত্তা পরিদর্শনে একটি ছোট লাল রঙের অডিও স্পিকারও উদ্ধার করা হয়, যা কিশোরটির বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানান, ল্যান্ডিং গিয়ারের খোলের ভেতর অক্সিজেনের ঘাটতি ও প্রচণ্ড ঠাণ্ডার কারণে এ ধরনের যাত্রায় বেঁচে থাকা প্রায় অসম্ভব। যারা বেঁচে যায়, তারা উড়ন্ত অবস্থায় জ্ঞান হারায় এবং অবতরণের সময় মারাত্মক ঝুঁকিতে পড়ে। এই কিশোর কীভাবে কাবুলের বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে বিমানে উঠতে পেরেছিল, তা নিয়ে ভারত ও আফগানিস্তানের কর্তৃপক্ষ যৌথ তদন্ত শুরু করেছে।
এর আগে ২০২২ সালে কেনিয়ার এক যুবক একইভাবে একটি কার্গো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আমস্টারডামে গিয়ে বেঁচে ফিরেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে