পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন তারা।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদে তখন প্রধান উপদেষ্টাসহ সদস্য ছিলেন ২৩ জন। তাঁদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধিরা এখন তিনজনই পদত্যাগ করলেন।
সরকার গঠনের সময় ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন মো. নাহিদ ইসলাম। পরে ২৫ ফেব্রুয়ারি তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক হন।
মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান। তিনি গত বছরের ২৮ আগস্ট নিয়োগ পেয়ে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না থাকলেও নাহিদ ইসলাম পদত্যাগের পর তার হাতে তথ্য উপদেষ্টার দায়িত্ব আসে।
অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে শ্রম মন্ত্রণালয় ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত বছরের নভেম্বর মাসে এ এফ হাসান আরিফকে সরিয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব–ক্রীড়া—উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে