অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিলের নির্দেশনা উপদেষ্টার
অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্টআপদের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগের অংশ হিসেবে তিনি এ নির্দেশনা দেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেছেন।
সেখানে বলা হয়, নতুন এই কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্টআপদের বরাদ্দ প্রদান করা হয়েছে। বর্তমানে মোট ৫১টি ডেস্কের মধ্যে ৩৩টি বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাকি ১৮টি ডেস্কের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে অব্যবহৃত ডেস্কগুলো বরাদ্দ দেওয়া হবে।
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেস উদ্যোক্তাদের জন্য একটি সৃজনশীল ও উদ্ভাবনী পরিবেশ নিশ্চিত করে। এখানে স্টার্টআপরা পাচ্ছেন ৬ মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেস, উচ্চগতির ইন্টারনেট, মিটিং ও কনফারেন্স রুম, মনিটরিং ও কর্পোরেট নেটওয়ার্কিং সুবিধা এবং আইডিয়া ল্যাব ব্যবহারের বিশেষ সুযোগ।
পুরো আবেদন ও বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আগ্রহী উদ্যোক্তাদের আবেদন করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট idea.gov.bd-এ। আবেদনকারীদের ট্রেড লাইসেন্স/বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি/পাসপোর্ট কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্র জমা দিতে হবে।
কেবল তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপরা এই কো-ওয়ার্কিং স্পেসে আবেদন করতে পারবে। আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে