Views Bangladesh Logo

৭ বিলিয়ন ডলারে আসামে দুই জ্বালানি প্রকল্প নির্মাণ করবে আদানি গ্রুপ

ভারতের আসাম রাজ্যে দুইটি বৃহৎ জ্বালানি প্রকল্পে ৬৩০ বিলিয়ন রুপি (প্রায় ৭.১৭ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ। প্রকল্প দুটির মধ্যে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় বেসরকারি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং একটি পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অন্তত ৩ হাজার ৫০০ মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানান হয়, গ্রুপটির বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার প্রায় ৪৮০ বিলিয়ন রুপি ব্যয়ে ৩.২ গিগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। ধাপে ধাপে ২০৩০ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটি চালু হওয়ার পরিকল্পনা রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মাসে আসাম সরকারের নিলামে ৩.২ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহের টেন্ডারে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছিল আদানি পাওয়ার।

ভারতে গত এক দশক ধরে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বেসরকারি খাতে বিনিয়োগ কার্যত স্থবির ছিল। আদানির এই নতুন উদ্যোগকে সেই স্থবিরতা কাটানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে আগস্টে কোম্পানিটি আরও দুটি কয়লাভিত্তিক প্রকল্পে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৩২ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৮ গিগাওয়াট থেকে বাড়িয়ে ৪২ গিগাওয়াটে নেওয়া।

অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করা আদানি গ্রীন এনার্জি আসামে দুটি পাম্পড স্টোরেজ প্রকল্পে প্রায় ১৫০ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে। মোট ২,৭০০ মেগাওয়াট ক্ষমতার এসব প্রকল্পের মধ্যে ৫০০ মেগাওয়াটের টেন্ডার ইতোমধ্যে পেয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে আদানি গ্রীনের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনক্ষমতা ১৬.৭ গিগাওয়াট, যা ২০৩০ সালের মধ্যে ৫০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

চলতি বছর গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি উত্তর-পূর্ব ভারতে ৫০০ বিলিয়ন রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আসামের এই দুই বৃহৎ জ্বালানি প্রকল্প সেই অঙ্গীকারের অংশ বলে জানিয়েছে আদানি গ্রুপ। এছাড়া আগামী এক দশকে ভারতের অন্ধ্র প্রদেশে বিভিন্ন খাতে ১ ট্রিলিয়ন রুপি বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ