এডাবের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস–২০২৫ উপলক্ষে ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে এ আয়োজন হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন এডাব ঢাকা মহানগর সভাপতি কাজী বেবী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও ‘উৎস’–এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাবের পরিচালক একেএম জসীম উদ্দিন।
বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ প্রায়ই বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানসিক চাপে ভোগে; কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে এখনো প্রয়োজনীয় সচেতনতা তৈরি হয়নি। দেশে প্রায় ৪ কোটি মানসিক রোগীর বিপরীতে নিবন্ধিত সাইকোলজিস্ট আছেন মাত্র ৪৬৫ জন—যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।
মানসিক স্বাস্থ্য সেবা জোরদার করতে আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—মানসিক স্বাস্থ্য আইন ২০১৮-এর কার্যকর বাস্তবায়ন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্র ও পুনর্বাসন ক্যাম্পে মনোসামাজিক সাপোর্ট কর্নার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি কর্মস্থলে কাউন্সেলর নিয়োগ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত করা।
এ ছাড়া মনোসামাজিক সেবার জন্য কমিউনিটি ভিত্তিক কাউন্সেলর ও স্বেচ্ছাসেবী দল গঠন, থেরাপিউটিক থিয়েটার, আর্ট, মিউজিক ও কমিউনিটি কাউন্সেলিংকে মানসিক স্বাস্থ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য চাহিদাকে বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাব কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা শামীমা সুলতানা, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সদস্য নাসরীন গীতি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে