Views Bangladesh Logo

অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন

লিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন ৬৭ বছর বয়সে মারা গেছেন। ‘রিজারভোয়ার ডগস’, ‘থেলমা এন্ড লুইস’ এর মতো আইকনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন। বৃহস্পতিবার তার প্রতিনিধিরা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তার ম্যানেজার রন স্মিথের বরাতে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
শিকাগোয় জন্মগ্রহণকারী ম্যাডসেন ১৯৮০-এর দশকের শুরুর দিকে অভিনয় জীবন শুরু করেন। তিনি ‘সেন্ট এলসহোয়্যার’ এর মতো টেলিভিশন শো এবং ‘দ্য ন্যাচারাল’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। তার ক্যারিয়ারে তিনি ৩০০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন।

তবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ১৯৯২ সালে কুয়েন্টিন টারান্টিনোর পরিচালিত ‘রিজারভোয়ার ডগস’ চলচ্চিত্রে ‘মিস্টার ব্লন্ড’ চরিত্রে অভিনয়ের জন্য। তিনি আরও বেশ কয়েকটি টারান্টিনো পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। যেমন ‘কিলবিল’, ‘দ্য হেইটফুল এইট’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’এও অভিনয় করেছেন।

ম্যানেজার রন স্মিথ, সহকারী ম্যানেজার সুসান ফেরিস এবং প্রচারক লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘গত দুই বছরে মাইকেল ম্যাডসেন স্বাধীন চলচ্চিত্র জগতে অসাধারণ কিছু কাজ করেছেন।’

তারা আরও জানান, ম্যাডসেন একটি বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন যার নাম টিয়ার্স ফর মাই ফাদার: আউট ল থটস এন্ড পোয়েমস। বর্তমানে বইটি সম্পাদনার পর্যায়ে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ