Views Bangladesh Logo

কাশ্মীরে থানার বিস্ফোরক ভাণ্ডারে বিস্ফোরণে নিহত ৯

ভারতের কাশ্মীর অঞ্চলের একটি থানায় জব্দ করে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যে শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো ওই থানায় মজুত ছিল। বিস্ফোরণের সময় সেখানকার পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্যরা বিপজ্জনক এসব সামগ্রী পরীক্ষা করছিলেন। নিহতদের বেশির ভাগই এই দুই বিভাগের সদস্য।

আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এনডিটিভি।


বিস্ফোরণের পরপরই স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, নওগাম থানায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

এই ঘটনা ঘটল দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হওয়ার মাত্র চার দিন পর। ভারত সরকার সেই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

দিল্লির ঘটনার পর সন্দেহভাজন গাড়িচালক উমর নবীর পুলওয়ামার বাড়ি ধ্বংস করে দেয় নিরাপত্তা বাহিনী। ওই হামলার সঙ্গে তাঁর সম্পৃক্ততা সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

ঘটনাদুটি নিয়ে কাশ্মীর, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের একাধিক নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে তদন্ত চালাচ্ছে। পাশাপাশি জম্মু-কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশ থেকে মেডিকেল কলেজের একজন অধ্যাপক, একজন ছাত্রসহ চারজনকে আটক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ