ইরানে বিক্ষোভে ২০০০ জন নিহত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ২ হাজার জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ওই কর্মকর্তা।
তিনি জানান, দেশের সর্বত্র চলা বিক্ষোভে প্রায় ২,০০০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। দুই সপ্তাহের এই সহিংস সংঘর্ষের পর নিহতের সংখ্যা নিয়ে প্রথম সরকারি স্বীকারোক্তি।
অর্থনৈতিক সংকট দ্বারা প্ররোচিত এই বিক্ষোভটি ইরানি কর্তৃপক্ষের জন্য সর্বাধিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ওই কর্মকর্তা মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীদের’ দায় চাপিয়েছেন। তবে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কতজন নিহত হয়েছে তা বিস্তারিত জানাননি।
এর আগে, মানবাধিকার সংস্থাগুলো শতাধিক নিহতের তথ্য জানিয়েছিল এবং হাজার হাজার মানুষকে আটক করার খবর জানিয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ইন্টারনেট ব্লকেজ, স্বাধীন তথ্যপ্রবাহে বাধা সৃষ্টি করেছে। তবে সাম্প্রতিক সংঘর্ষের ভিডিওতে বন্দুকযুদ্ধ, গাড়ি পোড়ানো এবং ভবন ধ্বংসের দৃশ্য দেখা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে