বিদ্রোহ, প্রতিক্ষার অবসান ও ইতিহাস সৃষ্টির এক বছর
২০২৫ সাল ছিল ক্রীড়াঙ্গণের যুগান্তকারী একটি বছর। ঘটনাবহুল এই বছরে ক্রিকেট ও ফুটবলে রচিত হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘদিন ধরে শিরোপার স্বাদ না পাওয়া অনেক দলই এই বছর পেয়েছে শিরোপার স্বাদ। খেলোয়াড়দের ব্যক্তিগত সাফল্য ও দলগত অর্জনের সাক্ষী হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ২০২৫ সালের ক্রীড়াঙ্গনের এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিচারণ নিয়ে সাজানো হলো সালতামামি।
নারী ফুটবলারদের বিদ্রোহ:
২০২৫ সালের শুরুটাই হয়েছিল ফুটবলে নারী ফুটবলারদের বিদ্রোহ দিয়ে। ৩০ জানুয়ারি সাবিনা, কৃষ্ণা, সানজিদা ও ঋতুপর্ণাসহ ১৮ জন ফুটবলার কোচ পিটার বাটলারের বিরোদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বাটলারের অধীনে তারা খেলবেন না এমন অবস্থান নেন। তারা বাটলারকে নিয়ে লিখিত অভিযোগও দেন। ফেডারেশন ফুটবলারদের চিঠির ভিত্তিতে বিশেষ কমিটি গঠন করে। সেই কমিটি সভাপতি বরাবর প্রতিবেদন দেয়।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ-ফুটবলারদের সঙ্গে কয়েকবার বৈঠক করে। পরবর্তীতে ফুটবলার ও কোচ দুই পক্ষই নমনীয় হয়। ঋতুপর্ণারা বাটলারের অধীনে খেলা শুরু করেন। তবে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া এই পাঁচজন ফুটবলারকে আর ডাকেননি কোচ বাটলার।
বরিশালের টানা দ্বিতীয়বার বিপিএল জয়:
মিরপুরে ৭ ফেব্রুয়ারির শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের ঘরে তুলে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের দেয়া ১৯৫ রানের লক্ষ্যে বরিশাল পৌঁছে যায় ৩ বল হাতে রেখেই।
বাংলাদেশের জার্সিতে হামজা-শমিত:
২০২৫ সাল ছিল বাংলাদেশে ফুটবল উন্মাদনার এক বছর। নতুন সম্ভাবনা ফুটবলপ্রেমীদের হৃদয়ে ছড়িয়েছে নতুন উদ্দীপনা। মার্চে বাংলাদেশের জার্সিতে খেলতে আসেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। তখন থেকেই বাংলাদেশের ফুটবল উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হামজা চৌধুরীর পথ ধরে আসেন ফাহামিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদরা। তাদের আসা জাতীয় দলে যোগ করেছে নতুন শক্তি।
২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হয়। এশিয়ান কাপ বাছাইয়ে হামজার ম্যাচ দেখার জন্য উপচেপড়া দর্শক ছিল প্রতি ম্যাচেই। টিকিট ছাড়ার কয়েক মিনিট পরই বিক্রি হওয়ার ঘোষণা এসেছে। যদিও টিকিট বণ্টন ও প্রাপ্তি নিয়ে প্রশ্ন ছিল বরাবরই।
তবে ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হয়েছে জাতীয় দল। এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ৪ ম্যাচে ২ ড্র, ২ হার বাংলাদেশের। পঞ্চম ম্যাচে এসেছে জয়। ঢাকায় শেখ মোরছালিনের গোলে পাওয়া জয়টি আবার ভারতের বিপক্ষে ২২ বছর পর, সেটিই বছরের সবচেয়ে মধুর মুহূর্ত।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়:
ওয়ানডেতে বিশ্বকাপের পরই মর্যাদাবান ট্রফি হিসেবে ধরা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে। ২০২৫ সালে এই গৌরবের ট্রফি ঘরে তুলেছে ভারত। দুবাইয়ে ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান করে কিউইরা। জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা। আর কোনো দল এতবার এই শিরোপা জিততে পারেনি।
চেলসির বিশ্বজয়:
ফুটবলের বিশ্বমঞ্চে ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৩ জুলাই রাতে অনুষ্ঠিত ফাইনালে কোল পালমারের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে দাপুটে জয় পায় ইংলিশ ক্লাবটি। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের এশিয়া কাপ জয় ও ট্রফি-নাটক:
দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু জয়ের পর এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল। কারণ, নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ভারতীয় দল মনে করে, গত এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির। ভারত ট্রফি নিতে রাজি না হওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর ট্রফি দেওয়া হয়নি, নাকভির নির্দেশে সেটি নিয়ে যাওয়া হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে। সর্বশেষ খবর হচ্ছে, এসিসির সদর দপ্তর থেকে এশিয়া কাপের ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবির এক অজানা ঠিকানায়, যেটা মহসিন নাকভি ছাড়া আর কেউ জানেন না।
এর মাঝে নাকভি শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কাউকে এসিসির দপ্তরে এসে নিতে হবে। এশিয়া কাপ ফাইনালের পর এসিসির সভায়ও এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গটি উঠেছিল, তবে সমাধান মেলেনি। এখনো ট্রফি পায়নি ভারত।
কেইন, পিএসজি, বেঙ্গালুরু, দক্ষিণ আফ্রিকা - না পাওয়াদের পাওয়ার বছর:
ফুটবল থেকে ক্রিকেট, ২০২৫ সালটা যেন ছিল অপূর্ণতা ঘোচানোর এক বছর। কারও অধরা স্বপ্ন ধরা দিয়েছে, কারও দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে এই বছরে।
২০২৫ সালে এসেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বিরাট কোহলি প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেলেন। অবসান হয় তাদের ১৮ বছরের অপেক্ষার। ফুটবলে বহুকাঙ্ক্ষিত স্বপ্নের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নিজেদের রাঙাতে পেরেছে পিএসজি।
এই বছরেই বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেসলিগা জিতেছেন হ্যারি কেইন। তিনি প্রথম ট্রফির ছোঁয়া পেলেন তিনি ৩১ বছর বয়সে এসে। বায়ার্নে যাওয়ার আগে কেইন ক্যারিয়ারজুড়ে যেখানে কাটিয়েছেন, সেই টটেনহ্যাম হটস্পার ইউরোপা লিগ জিতে শিরোপার দেখা পেয়েছে ১৭ বছর পর। ইউরোপিয়ান ট্রফি জিতেছে তারা ৪১ বছর পর।
এফএ কাপ জিতে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম ট্রফি জিতেছে ক্রিস্টাল প্যালেস। ইংলিশ লিগ কাপ জিতে ৭০ বছর পর প্রথম বড় শিরোপা এসেছে নিউক্যাসল ইউনাইটেডে।
বিসিবি থেকে ফারুক আউট, বুলবুল ইন:
বছরের ২৯ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারান ফারুক। বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ শূন্য হয়ে যায়। এরপর বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সভায় শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয় তাকে। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল।
এরপর ৬ আগস্টের বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন বুলবুল। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়ে ফের বিসিবিতে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ। তবে এই নির্বাচনের আরেকটি আলোচিত বিষয় হলো তামিম ইকবালের নির্বাচন বয়কট। এই বছরই ক্রিকেটকে বিদায় জানানো তামিম ঘোষণা দিয়েছিলেন বিসিবির সভাপতি পদে নির্বাচন করার। শেষ মুহূর্তে এসে তিনি সড়ে দাঁড়ান নির্বাচন থেকে।
ভারত নারী বিশ্বকাপ জয়:
২ নভেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল ভারত। আর ২০১৭ সালে ভারতের স্বপ্নভঙ্গ করে ইংল্যান্ড। তবে এবার আর ভুল করেনি, প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেয়ে গেলো ভারতীয় নারী ক্রিকেট দল।
দেম্বেরের ব্যালন ডিওর ও ফিফা দ্য বেস্ট জয়:
দলগতভাবে দুর্দান্ত খেলেই ইউরোপসেরার মুকুট পরেছে পিএসজি। দলের সবাই ছিলেন দারুণ ছন্দে। তবে দলের অন্য সবার চেয়ে একটু বেশিই উজ্জ্বল ছিলেন ওসমান দেম্বেলে। মৌসুমজুড়ে প্যারিসিয়ান ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ৩৫টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন তিনি। তারই স্বীকৃতি হিসেবে দেম্বেলের হাতে উঠে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর। বছরের শেষদিকে তার ব্যক্তিগত ট্রফি ক্যাবিনেটে আরও একটি বড় পুরস্কার যুক্ত হয় ফরাসি তারকা উসমান দেম্বেলের। ব্যালন ডি’অরের পর ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারও নিজের করে নিলেন পিএসজির এই ফরোয়ার্ড। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রদের আগেই ওসমান দেম্বেলের ব্যালন ডি’অর জয়টা এক বিষ্ময়ের বিষয়ও।
মেসির আমেরিকা জয়:
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি যখন পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেন, তখন ঠিক পয়েন্ট টেবিলেল তলানিতে ছিল ইন্টার মায়ামি। তবে মেসির আবির্ভাবে রাতারাতি বদলে যেতে থাকে দলটি। প্রথম মৌসুমেই জিতে নেয় লিগস কাপ। এরপর সাপোর্টার্স শিল্ড জয়ের পর এবার জিতে নেয় ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। কিন্তু তাতেও যেন পূর্ণতা পাচ্ছিল না ঠিকঠাক। এবার দলটি জিতে নিল এমএলএস কাপও। চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো মায়ামি জিতল এমএলএস কাপ। অফিশিয়ালি মেসির মায়ামিই এখন এমএলএসে সেরা দল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে