Views Bangladesh Logo

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করো না: মির্জা আব্বাস

বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই- এমনটাই মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। বহু নেতাকর্মী জেলে ছিলেন। আমাদের দেশনেত্রী চিকিৎসা পাননি। তাকে স্লো পয়জনিং হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’

অনেক ত্যাগের মাধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষা করেছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একযোগে ১২ তারিখ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। ভোটের অধিকার সবার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই সরকারের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক আর চায় বিএনপি নির্বাচনে না জিতুক।

বিদেশে থেকে বসে বসে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সাহস থাকলে দেশে আসো। আবার তাদেরই ছেলে পেলে এখন ঢাকায় বসে নানা কথা বলছে। বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য। আগামীতে কি করবো সেইগুলা বলো। গীবত করার তো দরকার নাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ