একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাজনৈতিক দল এ অবস্থার সুযোগ নিয়ে নিজেদের সুবিধা নিতে চাইছে, তাই নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুরে সাবেক মন্ত্রী ও প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এই সতর্কতা দেন।
তিনি আরও বলেন, 'আরেকটি দল ক্ষমতায় পৌঁছানোর চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলছে, এদের মাধ্যমে দেশের পরিবর্তন আনা বা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।”
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে একটি জনসভায় যোগ দিতে রওনা হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে