নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারবে না: জাইমা রহমান
নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানের মাধ্যমে জাইমা রহমান প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাইমা রহমান বলেন, আজকের সমাজে সবাই একরকম নন। মানুষের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। কিন্তু দেশের জন্য ভাবনার জায়গায় সবাই এক। এই ভিন্নতার মধ্য দিয়েই একে অপরের কথা শোনা ও যুক্তিভিত্তিক আলোচনা করাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
তিনি বলেন, মতের পার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে আলোচনা চালিয়ে যেতে পারলেই একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়া সম্ভব।
নারীদের উন্নয়ন প্রসঙ্গে জাইমা বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে বাংলাদেশ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারবে না। দেশের অগ্রগতির জন্য শিক্ষা, অর্থনীতি ও নীতিনির্ধারণ পর্যায়ে নারীদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে