পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ সেনা নিহত
পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় অন্তত ৯ জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, ওয়াশুক জেলার একটি থানা ও সীমান্তরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে কয়েক ডজন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী হামলা চালায়। হামলার খবর পেয়ে সেনারা ঘটনাস্থলের দিকে যাত্রা শুরু করলে তারা গুলিবিদ্ধ হন এবং অন্তত ৯ সৈন্য প্রাণ হারান। একই ঘটনায় ছয়জন সেনাও আহত হয়েছেন।
বেলুচিস্তানের স্বরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, মোট ৪০ থেকে ৫০ জন বিচ্ছিন্নতাবাদী মোটরসাইকেল যোগে এসে সরকারি ভবনে হামলা চালায়। বাসিমা শহরের ফ্রন্টিয়ার কর্পস ঘাঁটিতে তারা হাতবোমাও নিক্ষেপ করে। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে বিএলএ গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে জানা যায়।
গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। মার্কিন এই পদক্ষেপের দিনেই হামলা ঘটেছে।
বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিদ্রোহের কেন্দ্রে পরিণত হয়েছে। স্বর্ণ, তামার খনি ও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন বেলুচিস্তানের দাবি নিয়ে নিয়মিত আইনি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে