Views Bangladesh Logo

যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

গ্রিনল্যান্ড কেনা নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় অল্প কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ট্রাম্পের ঘোষণায় বলা হয়, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড—এই দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব ধরনের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর করা হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পরে ১ জুন ২০২৬ থেকে শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। গ্রিনল্যান্ডের “সম্পূর্ণ ও চূড়ান্ত ক্রয়” বিষয়ে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানান ট্রাম্প।

কেন এই সিদ্ধান্ত?
পোস্টে ট্রাম্প দাবি করেন, ডেনমার্কের এখনই গ্রিনল্যান্ড হস্তান্তর করা উচিত, কারণ বিষয়টি বিশ্ব শান্তির সঙ্গে সরাসরি জড়িত। তার মতে, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ডকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

ট্রাম্প বলেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ কার্যকর ভূমিকা রাখতে পারবে না। তার ভাষায়, এটি পৃথিবীর নিরাপত্তা, সুরক্ষা ও অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের কথিত ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার কথাও উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড যুক্ত না হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সক্ষমতায় কাজ করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণার ফলে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ