Views Bangladesh Logo

সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এ অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে তারা সড়কে অবস্থান নিলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকায় সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সাত কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার মূল সড়কগুলোতে অন্তত পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

সহপাঠী হত্যার বিচার দাবিতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেটে সড়ক অবরোধ করেন। অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে অধ্যাদেশ জারির দাবি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ