রাশিয়ার পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকায় ফের একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কামচাতকার প্রশাসনিক কেন্দ্র পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১২৭ কিলোমিটার (৭৯ মাইল) পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯.৫ কিলোমিটার।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এই শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৮ মাত্রার বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।
এদিকে ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র একটি সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছিল, তবে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়া হয়।
উল্লেখ্য, রাশিয়ার এই প্রত্যন্ত অঞ্চলে এর আগেও বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে গত সপ্তাহে ৭.৪ মাত্রার এবং তার আগে জুলাই মাসেও একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে