Views Bangladesh Logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৭০

মালয়েশিয়াতে বড় ধরনের অভিবাসন-বিরোধী অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং-এ চালানো এই অভিযানে মোট ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, আটক হওয়াদের মধ্যে ৩৯৬ জনই বাংলাদেশি, যার মধ্যে ৩৯৪ জন পুরুষ এবং ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন এবং ইন্দোনেশিয়ার ১৯ জন রয়েছেন। আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিককেও আটক করা হয়েছে।

'অপ্স বেলাঞ্জা' নামে পরিচিত এই অভিযানে অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। তারা মাত্র দুই ঘণ্টায় বুকিত বিনতাংকে একটি লকডাউন জোনে পরিণত করেন। এ সময় শত শত অনিবন্ধিত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানে বা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও ধরা পড়েন। কর্মকর্তারা নথি যাচাই করে লুকিয়ে থাকা অভিবাসীদের খুঁজে বের করে।

অভিযানের নেতৃত্ব দেয়া অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। তিনি বলেন, ‘আটককৃতদের প্রধান অপরাধ হলো ভিসার মেয়াদ শেষ হওয়া, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা।’

অভিযানের সময় কর্মকর্তারা একটি গোপন জুয়ার আসরও খুঁজে পান, যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে সাত-আটজন বিদেশিকে আটক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ