গাজায় একদিনে প্রাণহানি ৭৬, মোট নিহত প্রায় ৬২ হাজার ৯০০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর সর্বশেষ হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন এবং আহত হয়েছেন আরও ২৯৮ জন। বুধবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে পৌঁছেছে ৭৬ জনের মরদেহ ও ২৯৮ জন আহত। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন এবং সরঞ্জাম ও জনবল সংকটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত প্রায় দুই বছরের অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৯৫ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। নিহতদের মধ্যে বুধবারই অন্তত ১০ জন ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে।
এদিকে ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এমন হামলায় নিহত হয়েছেন অন্তত ১৮ জন এবং আহত হয়েছেন আরও ১০৬ জন। শুধু ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৫৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১৫ হাজারের বেশি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন। প্রায় দেড় বছর টানা অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে