ত্রাণকেন্দ্রে খাবার নিতে গিয়ে নিহত ৭৪৩ ফিলিস্তিনি
গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক ও ইসরায়েল-সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রে খাবার নিতে গিয়ে এখন পর্যন্ত ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন। শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মে মাসের শেষ সপ্তাহ থেকে ত্রাণ বিতরণ শুরু করে জিএইচএফ। স্থানীয় সূত্র ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব কেন্দ্রে ইসরায়েলি বাহিনী ও জিএইচএফের নিরাপত্তাকর্মীরা গুলি ও স্ট্যান গ্রেনেড ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, এসব মানুষ খাবারের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন না খেয়ে থাকা পরিবারের সদস্যদের জন্য খাবারের প্যাকেট সংগ্রহ করতে এসেছিলেন তারা।
এদিকে, যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে কাতারে প্রতিনিধি পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আলোচনার মাঝেও থেমে নেই হামলা। রোববার ভোরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও অন্তত ৭৮ জন ফিলিস্তিনির। তুফা, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে।
মানবিক সহায়তা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়া জিএইচএফের বিরুদ্ধে একাধিক মার্কিন নিরাপত্তাকর্মী অভিযোগ করেছেন, কেন্দ্রগুলোতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সহিংসতা চালানো হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জিএইচএফকে ৩ কোটি ডলারের অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে