Views Bangladesh Logo

রাশিয়ার ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাটকার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে গত জুলাইয়েও একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই সময় পুরো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ