Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

সরায়েলি বাহিনীর টানা হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হন আরও ২৮৭ জন। নিহতদের মধ্যে রয়েছেন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রে খাদ্যের খোঁজে যাওয়া পাঁচজনও।


এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় ২১ মাসে ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪৮৪ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ৩৩ হাজার ৪১৯ জন। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এই সময়ে গাজার ১৫ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে।


সোমবার (৩০ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর থেকে রাত পর্যন্ত দিনভর বিভিন্ন স্থানে বোমা ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শুধু গাজা সিটি ও উপত্যকাটির উত্তরাঞ্চলেই নিহত হন অন্তত ৪৭ জন। শহরের জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় হামলার পর আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে।


এছাড়া রাফার উত্তরাঞ্চলে আমেরিকা-ইসরায়েল পরিচালিত জিএইচএফের ত্রাণকেন্দ্রে খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে মারা যান অন্তত পাঁচজন ক্ষুধার্ত ফিলিস্তিনি।


হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, অন্য এলাকাগুলোতে নিহত হন আরও ২০ জন। ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় চলাচল অসম্ভব হওয়ায় অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সকর্মীরা ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে পড়া অনেক হতাহতের কাছে পৌঁছাতে পারেননি।


ইসরায়েল পূর্ব গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ছড়ালেও এরপরই শুরু হয় তীব্র হামলা। এতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে বলেও জানায় মন্ত্রণালয়।


গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেন সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত। তিনি জানান, জেইতুন ও সাবরার পাশাপাশি আল-জাওয়িয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক মানুষও হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন।


আল-জাজিরার এই সাংবাদিক বলেন, ‘সেখানে প্রচুর আহত মানুষের ভিড়। তাদের মধ্যে শিশুরাও রয়েছে। তাদের সবার চিকিৎসায় হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সরঞ্জাম নেই। অনেক শিশু ও নারীসহ আহতরা জায়গার অভাবে মেঝেতে পড়ে কাতরাচ্ছেন। তীব্র সংকটে সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালটি’।


২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। তারা এক হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


টানা ১৫ মাস অভিযান চালানোর পর ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির দু’মাস না যেতেই ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে আইডিএফ।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত ছয় হাজার ৮৯ জন নিহত এবং ২০ হাজার ৯৯১ জন আহত হয়েছেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ