Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় এক দিনে আরও অন্তত ৭০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়ার পথে। খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় নিহত ৭০ জনের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৫ জন। ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন মোট এক লাখ ৫৫ হাজার ৬৬০ জন।

একই সময়ে অনাহার ও অপুষ্টিজনিত কারণে মারা যাওয়া ১১ জনের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, যাদের মধ্যে ১০৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত ও ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ ধরনের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে ইসরায়েল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ