Views Bangladesh Logo

আজ রাজধানীতে ৭ দলের বিক্ষোভ, যেসব সড়কে যানজটের আশঙ্কা

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করবে দলগুলো। এরপর তারা  বিক্ষোভ মিছিল বের করবে।

পাঁচ দফা দাবিতে গত সোমবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এর অংশ হিসেবে আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে এই সাতটি দল।

দলগুলোর মূল দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, সংসদ নির্বাচনে দুই কক্ষেই পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

এ বিষয়ে পৃথক সংবাদ সম্মেলনে নেতারা জানান, আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং আদর্শিক গাঁটছড়া হলে তারাও আন্দোলনে যুক্ত হবে।

এদিকে এই কর্মসূচির কারণে আজ রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একসঙ্গে কয়েকটি মিছিল বের হলে গুলিস্তান, সচিবালয়, মতিঝিল, শান্তিনগর, শাহবাগ, কাকরাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হতে পারে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতালমুখী রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়বেন।

আগামীকাল শুক্রবার ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই কালকের কর্মসূচিতেও পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাপক লোকসমাগম হলে যান চলাচল ব্যাহত হয়। বিকল্প রাস্তাগুলোও চাপ সামলাতে পারে না, এতে পুরো রাজধানীতে অচলাবস্থা তৈরি হয়। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি না দিতে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক নেতাদের প্রতি অনুরোধ থাকে। তবে বড় দলগুলোর কর্মসূচির কারণে প্রায়ই পুরো শহর অচল হয়ে পড়ে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ