ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরশহর ওডেসায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। খবর রয়টার্সের।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরনগরী। কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরে মোট তিনটি সমুদ্রবন্দর রয়েছে, যেগুলো দিয়ে ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার ওডেসা ও এর বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার এই তিন বন্দরের মধ্যে পিভদেন্নি বন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এর আগে হামলার মাত্রা বাড়ানোর অংশ হিসেবে গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে রুশ সেনারা। ওই সেতু ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে