মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা সাধারণত মালবাহী কাজে ব্যবহৃত হয়। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামত সম্পন্ন হলে বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইট) তোলা হয়। এ সময় উড়োজাহাজে ছিলেন পাইলটসহ সাতজন।
সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার এক জনবসতিহীন এলাকায় পড়ে যায়। ফলে ক্রুদের বাইরে অন্য কারো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিমান দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে বলে বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে