পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে সোমবার (১৯ জানুয়ারি) ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের তীব্রতায় পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটে, ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, গিলগিট-বালতিস্তানের বিভিন্ন এলাকায় মাটির তৈরি বহু ঘরবাড়ি ধসে পড়েছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সড়ক দিয়ে চলাচলের সময় ওপর থেকে পড়ে আসা একটি পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আটকে পড়া সড়কগুলো পরিষ্কার করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে সরকারি বিভিন্ন সংস্থা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে কাজ করছে স্থানীয় প্রশাসন। পাহাড়ি ও দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে।
সরকার জানিয়েছে, এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হলেও এবারের কম্পনটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের জন্য জরুরি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে