Views Bangladesh Logo

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি সহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকোর জাতীয় ভূকম্পন গবেষণা সংস্থা—ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে।

প্রশান্ত মহাসাগর উপকূলের পর্যটননগরী আকাপুলকো থেকে মাত্র ৯২ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহরে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম ন্যাশনাল প্যালেসে সংবাদ ব্রিফিং করছিলেন। সতর্কবার্তা বেজে উঠতেই তিনি ও উপস্থিত সাংবাদিকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার ব্রিফিংয়ে ফিরে আসেন।

পরে প্রেসিডেন্ট জানান, তিনি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে কথা বলেছেন এবং সারা দেশে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। ইতোমধ্যে রাজধানীসহ কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি—এ খবর তিনি স্বস্তির সঙ্গে জানান।

মেক্সিকো সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করায় প্রায়ই ভূমিকম্পে কাঁপে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ