Views Bangladesh Logo

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৬৪ নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের

গাজায় ইসরায়েলি আগ্রাসনে থেমে নেই মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিতে মারা যান ১৩ জন। এছাড়া অনাহারে মারা গেছেন দুজন শিশুসহ আরও অন্তত ১০ জন।

বুধবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজা সিটি দখলে নিতে ইসরায়েলি অভিযান আরও ভয়াবহ আকার নিয়েছে। শহরের ভেতরে ঢুকে একের পর এক মহল্লা ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। এর ফলে বাস্তুচ্যুতি বেড়েছে বহুগুণে। আশ্রয়ের কোনো জায়গা পাচ্ছেন না স্থানীয়রা। 


ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটি দখলে ৬ আগস্ট থেকে চলমান টানা অভিযানে শহরটির জায়তুন ও সাবরা এলাকার এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইসরায়েল। অনুমাণ করা হচ্ছে, প্রায় ১০ লাখ মানুষকে দক্ষিণ গাজায় যেতে বাধ্য করছে ইসরায়েলি সেনাবাহিনী।


মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে গাজা উপত্যকার একটি জনপ্রিয় বাজারে, যেখানে বোমা হামলায় প্রাণ গেছে পাঁচজনের।


আল জাজিরা প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকা থেকে জীবন বাঁচাতে পালাচ্ছেন হাজারো মানুষ। ধ্বংসস্তূপে ভরা রাস্তায় সারি বেঁধে হাঁটছে নারী-পুরুষ-শিশুরা। কারও হাতে ব্যাগ, কম্বল, খাটিয়া, কেউ আবার সামান্য জিনিসপত্র ঠেলাগাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ ছোট ছোট বাচ্চাদের হাত ধরে হাঁটছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত জিএইচএফ চলতি বছরের মে মাসের শেষ দিকে ত্রাণ বিতরণের দায়িত্ব নেয়ার পর থেকে সাহায্য সংগ্রহের চেষ্টায় এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজা নগরীর আরও ভেতরে প্রবেশ করছে জায়নবাদী সেনারা। হামলার তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের আরোপিত অবরোধে চাপিয়ে দেয়া অনাহারে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষও চরম আকার ধারণ করেছে। খাদ্যাভাবে এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার ১১৯ জন শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ