গাজায় হামলায় নিহত ৬২ হাজার ৯৬৬ ফিলিস্তিনি, দুর্ভিক্ষে ৩১৭ জন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর সর্বশেষ হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন এবং আহত হয়েছেন আরও ৩৩৯ জন। অন্যদিকে চাপিয়ে দেয়া অনাহারে মারা গেছেন দুজন শিশুসহ আরও চারজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন এবং সরঞ্জাম ও জনবল সংকটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আল জাজিরা জানায়, বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নিহতদের ২২ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিতে মারা যান।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত প্রায় দুই বছরের অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৬৬ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৯ হাজার ২৬৬ জন। অন্যদিকে ইসরায়েলের আরোপিত অবরোধে চাপিয়ে দেয়া অনাহারে মানবসৃষ্ট দুর্ভিক্ষও চরম আকার ধারণ করেছে। খাদ্যাভাবে এ পর্যন্ত ৩১৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের ১২১ জনই শিশু।
এদিকে ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলাও অব্যাহত রয়েছে। শুধু ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৮০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১৬ হাজার ৪৬ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন। প্রায় দেড় বছর টানা অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে