Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৬২ জন ফিলিস্তিনি। নিহতদের বড় একটি অংশ মানবিক সহায়তা সংগ্রহের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

শনিবার (২ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদমাধ্যমটি।

হতাহতদের মধ্যে বেশিরভাগই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হন। বিতর্কিত এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে মোট ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, একই সময়ে অপুষ্টি ও অনাহারে আরও ১৬৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৩ জন শিশু।

গাজার বাসিন্দাদের অভিযোগ, সহায়তা নেয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে থাকা মার্কিন কন্ট্রাক্টরদের গুলিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ