Views Bangladesh Logo

দামেস্কে ইসরায়েলি ড্রোন হামলায় সিরীয় ৬ সেনা কর্মকর্তা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দিনের শুরুতে এ খবর নিশ্চিত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত আল আকবরিয়া টিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দামেস্কের উপকণ্ঠে আল–কিশওয়াহ শহরের সন্নিকটে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এর এক দিন আগে দামেস্কের বাইরে ইসরায়েলের নতুন সামরিক তৎপরতার নিন্দা জানিয়েছিল সিরিয়া।

সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাউন্ট হারমন এলাকার কাছে সীমান্তের ভেতরের একটি অংশ দখলে নিতে ৬০ সদস্যের সেনা দল পাঠিয়েছে ইসরায়েল। এলাকাটি সিরিয়া–লেবানন সীমান্তঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়চূড়ার কাছে।

গত ডিসেম্বরে বাশার আল–আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়াজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল। একইসঙ্গে গোলান মালভূমির ‘অসামরিক বাফার জোন’ নিয়ন্ত্রণ নিয়ে দখল অভিযান আরও বিস্তৃত করেছে, যা ১৯৭৪ সালের সংঘাত এড়ানোর চুক্তি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল–শাইবানি অভিযোগ করেন, ইসরায়েল তাদের ‘সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এজন্য দেশটি অসামরিক বা সমঝোতার মাধ্যমে নিরস্ত্র রাখা এলাকাগুলোতে গোয়েন্দা ও সামরিক স্থাপনা তৈরি করছে।

চলতি মাসের শুরুর দিকে ‘বৃহত্তর ইসরায়েল’ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই দৃষ্টিভঙ্গিতে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ছাড়াও লেবানন, সিরিয়া, মিসর ও জর্ডানের কিছু অংশের ওপর নিয়ন্ত্রণের অভিপ্রায় প্রকাশ পায়।

৩১টি আরব ও ইসলামিক দেশের জোট এবং আরব লিগ বলেছে, ইসরায়েলের এমন অবস্থান আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি লঙ্ঘনকারী এক বিপজ্জনক পদক্ষেপ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ