ব্যাংককে খাবারের বাজারে গুলিবর্ষণ, নিহত ৬
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ব্যস্ত খাবারের বাজারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে অর টর কোর বাজারে, যেটি তাজা পণ্যের জন্য জনপ্রিয় একটি স্থান। এটি ব্যাংককের বিখ্যাত পর্যটন গন্তব্যস্থান চাতুচাক মার্কেটের কাছেই অবস্থিত। হঠাৎ এই গুলিবর্ষণের ঘটনায় শহরে শোকের ছায়া বইছে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে পুলিশ।
ব্যাংককের স্থানীয় হাসপাতাল পর্যবেক্ষণকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টারের মতে, নিহতদের মধ্যে রয়েছেন বাজারে কর্মরত চারজন নিরাপত্তারক্ষী, একজন নারী এবং সন্দেহভাজন বন্দুকধারী, যিনি ঘটনাস্থলে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
ব্যাংককের ব্যাংসু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই এএফপিকে বলেন, ‘পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
এদিকে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, এই হামলার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনার কোনো সম্পর্ক আছে কি না।
দিনের আলোতে এই গুলির ঘটনা ঘটায় থাইল্যান্ডে ক্রমবর্ধমান এ ধরনের সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আলোচিত গোলাগুলির ঘটনা ঘটে, যা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে বিতর্ককে ঘনীভূত করেছে।
এই ট্র্যাজেডির আগে মাত্র দুই মাস আগে উ থং জেলার বান ডন উপজেলায় ৩৩ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ ছিলেন। সেই হামলাটি ওয়াট ইয়াং সাওয়াং আরম স্কুল থেকে মাত্র ৫০ মিটার দূরে সংঘটিত হয়েছিল।
পুলিশ জানিয়েছে, সোমবারের ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে