Views Bangladesh Logo

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত

য়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইরানপন্থী হুথি বিদ্রোহীরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, রোববার(২৪ আগস্ট) চালানো এ হামলায় আহতদের মধ্যে ২০ জনেরও বেশি ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন। খবর এএফপি।

এএফপির সংগৃহীত একটি ছবিতে দেখা যায়, আকাশে বিশাল আগুনের গোলা এবং তা থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

এর আগে সানার দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি সামরিক কম্পাউন্ড লক্ষ্য করে হামলা করেছে, যেখানে প্রেসিডেন্ট প্যালেস অবস্থিত। এর পাশাপাশি তাদের লক্ষ্যবস্তুতে ছিল দুটি বিদ্যুৎ স্টেশন ও একটি জ্বালানি ডিপোও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ