Views Bangladesh Logo

মালয়েশিয়ায় দুই নারীসহ ৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার পুলিশের বিশেষ অপরাধ দমন অভিযানে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কাম্পুং তুয়ালাং এর ৭ এলাকায় একটি নারিকেল বাগান থেকে দুই নারীসহ ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

ইপোহ জেলা পুলিশের উপ-কমিশনার আবাং জাইনাল আবিদিন আবাং আহমাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে দুই নারী ও দুই পুরুষের বৈধ ভ্রমণ নথি নেই বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়, যা গুরুতর অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত টার্গেটেড টহলের অংশ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেহব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণও জব্দ করেছে। এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭২বি ধারায় এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ