Views Bangladesh Logo

এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ত শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরপরই শনিবার দেশজুড়ে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়েছিল, যা বিশেষজ্ঞরা পূর্ববর্তী ভূমিকম্পের আফটারশক হিসেবে বর্ণনা করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হানেছে। মিয়ানমারের পাশাপাশি এর প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দমান সাগরে। কম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশে যে কম্পন অনুভূত হয়েছিল, তা মূল ভূমিকম্পের আফটারশক ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ