গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি, বাস্তুচ্যুত ৫৭৬৩৮ জন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন নিহত এবং অন্তত ১৮৪ জন আহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটি দখলে বাহিনীটির ব্যাপক অভিযানে গত পাঁচ দিনে আরও ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে দুই বছরের কাছাকাছি সময়ে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫৫ জনে, আহত হয়েছেন অন্তত এক লাখ ৬৮ হাজার ৩৪৬ জন। এছাড়া ইসরায়েলি-সৃষ্ট দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন ৪৪০ জন, যাদের ১৪৭ জনই শিশু। এর মধ্যে জাতিসংঘ-সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ ব্যবস্থা (আইপিসি) গত মাসে উত্তর গাজাকে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করার পর থেকেই মারা গেছেন ৩২ জন শিশুসহ ১৬৪ জন।
বাস্তুচ্যুতি সংক্রান্ত জাতিসংঘের সমন্বয় সংস্থা জানায়, গাজা সিটি দখলে আইডিএফের ব্যাপক অভিযানে ১১ আগস্ট থেকে এখন পর্যন্ত নতুন করে চার লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যেই ঘরবাড়ি হারিয়ে উত্তর থেকে দক্ষিণ গাজায় স্থানান্তরিত হয়েছেন ৫৭ হাজার ৬৩৮ জন। তবে, আইডিএফের দাবি, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাড়ে সাত লাখেরও বেশি। উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্রটির ১০ লাখ বাসিন্দা ও আশ্রিত ফিলিস্তিনিকে দক্ষিণে তাড়িয়ে দিতে সমন্বিত এই অভিযান চালাচ্ছে আইডিএফ।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নিহতদের মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ২৮ জন। ইসরায়েল ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান অন্য পাঁচজন ত্রাণপ্রার্থী এবং আহত হন অন্তত ৪৮ জন। এ নিয়ে ২৭ মে বিতর্কিত জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নিহত সাহায্যপ্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ৫৭১ জনে, আহত হয়েছেন আরও ১৮ হাজার ৮১৭ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজায় এখনো ৪৮ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারের কথা বলেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে গাজাজুড়ে।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩ হাজার ১৮৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৫৬ হাজার ৩০৫ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে