ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতাসহ লেবাননে ৫ জন নিহত
বৈরুতের দক্ষিণ-পশ্চিমের উপশহরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা হাইথাম আলী আল-তাবাতাবাইসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে। এরপর হিজবুল্লাহও তাদের এক কমান্ডারের মৃত্যুর সত্যতা স্বীকার করে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত আল-তাবাতাবাই ছিলেন হিজবুল্লাহর চিফ অব স্টাফ এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের দায়িত্বে থাকা একজন প্রভাবশালী নেতা। আরব নিউজের প্রতিবেদনে তাকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘনবসতিপূর্ণ দাহিয়েহ এলাকার একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
হিজবুল্লাহ বলেছে, আল-তাবাতাবাইকে হত্যা করে ইসরায়েল ‘বিপজ্জনক লাল রেখা’ অতিক্রম করেছে।
গত বছর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলা হলো। কয়েক মাস পর দক্ষিণ বৈরুতে এটিই ইসরায়েলের প্রথম আক্রমণ।
ইসরায়েলি কর্মকর্তাদের অভিযোগ, হিজবুল্লাহ সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে, লেবাননে অস্ত্র চোরাচালান করছে এবং রকেট-ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোন উৎপাদন বাড়াচ্ছে—যা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে