Views Bangladesh Logo

রামপুরায় কার্নিশে ঝুলতে থাকা যুবককে গুলি: পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ত বছরের জুলাই আন্দোলনের সময় রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ আমির হোসেনকে গুলির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউটর ফারুক আহমদ এই অভিযোগপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

অভিযুক্তরা হলেন: ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

গত ১৪ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। সে অনুযায়ী ৩১ জুলাই প্রধান প্রসিকিউটরের দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৯ জুলাই আমির হোসেন রামপুরার একটি হোটেলে কাজ শেষে তার খালার বাসায় ফিরছিলেন। বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশ ও বিজিবি সদস্যদের দেখে তিনি গ্রেপ্তার এড়াতে আশপাশের একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠে যান।

পুলিশ পিছু ধাওয়া করে ছাদে ওঠে। জীবন বাঁচাতে আমির কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। এ সময় এক পুলিশ সদস্য তাঁর দিকে ছয় রাউন্ড গুলি চালান, যার ফলে তিনি নিচে পড়ে গিয়ে তৃতীয় তলায় গিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বনশ্রীর একটি হাসপাতালে নেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে যান।

ঘটনায় গুলি চালানোর অভিযোগ থাকা সাবেক এএসআই চঞ্চল সরকারকে এ বছরের ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহরার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ