Views Bangladesh Logo

ভারতের রেড ফোর্টে ‘জোরপূর্বক প্রবেশের চেষ্টা’, ৫ বাংলাদেশি আটক

ভারতের ঐতিহাসিক লালকেল্লায় (রেড ফোর্ট) জোরপূর্বক প্রবেশের চেষ্টা করার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে সোমবার (৪ আগস্ট) গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সবাই ২০ থেকে ২৫ বছর বয়সী এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তদন্তে জানা গেছে, তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনার পাশাপাশি, হরিয়ানার গুরুগ্রামে আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করেছে স্থানীয় পুলিশ। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার জানান, ধৃতদের কাছ থেকে বাংলাদেশের কাগজপত্র পাওয়া গেছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি অবৈধ অভিবাসন ও অননুমোদিত বসবাস ঠেকাতে অভিযান জোরদার করেছে।

উল্লেখ্য, মোগল সম্রাট শাহজাহানের আমলে ১৬৩৮ সালে নির্মাণকাজ শুরু হওয়া লালকেল্লা দশ বছরে সম্পন্ন হয়। এটি তখন ‘কিলা-ই-মুবারক’ নামে পরিচিত ছিল এবং ১৮৫৭ সাল পর্যন্ত মোগল সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে ব্রিটিশদের হাতে এটির নিয়ন্ত্রণ চলে যায় এবং তারা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর কেল্লাটি সরকারের নিয়ন্ত্রণে আসে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ