Views Bangladesh Logo

মেক্সিকোতে বন্যা-ভূমিধস: ৪৪ জনের মৃত্যু, ২৭ জন নিখোঁজ

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় ও টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) জানায়, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে এসব এলাকায় অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

দেশটিতে ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে তীব্র ঝড় ও বৃষ্টি হয়। তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে ভারাকুয়াজে ৫৪০ মিলিমিটার (প্রায় ২১ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

যদিও ৯ অক্টোবরের পর ঝড়-বৃষ্টির তীব্রতা কমেছে, তবু উদ্ধারকারীদের অভিযান চলছেই। ভারী বৃষ্টিপাতে ভূমিধস হয়েছে, গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে গেছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে ৫৫টি শহরে প্রায় ১৬,০০০টি ঘর ধ্বংস হয়েছে। এর ফলে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় আছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। বৈঠক শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে সারাদেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি লিখেছেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ